পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৩৩৬৭, সুস্থ হয়েছেন ৩,৪৪৫জন

করোনা কাঁটায় নেজাহাল শহর। দমকা হওয়ার মতো উড়ে এসে শহর জুড়ে জাঁকিয়ে রাজ করছে করোনা। এরই মাঝে ক্রমাগত আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৩,৩৬৭। রবিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে। স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে ,গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩,৩৬৭ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৮০,৮১৩ জন। একদিনে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩,৪৪৫।মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪,৪৮,০৩২ জন।সংক্রমিতের নিরিখেএখনও পর্যন্ত ৯৩.১৮ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন।  নতুন করে মৃত্যু হয়েছে ৫৪ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮,৩৭৬। এই মুহূর্তে বাংলায় কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৪,৪০৫ জনের শরীরে। রাজ্যে মোট ৫৮,৩৪,৭৫৫ টি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫,২০৮ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.