পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত ৩,০১২ জন

করোনা কাঁটায় ভুগছে শহর। এরই মাঝে সোমবার শহরবাসী মেতেছে ভাইফোঁটার শুভলগ্নে। কিন্তু অন্যদিকে ক্রমাগত আতঙ্ক দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও গত কয়েকদিনে তুলনায় কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩,০১২ জন সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে। স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩,০১২ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৩৪,৫৬৩ জন। একদিনে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৪,৩৭৬ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৩,৯৮,৯৫২ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৯১.৮১ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭,৭১৪জন। এই মুহূর্তে বাংলায় কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৭,৮৯৭ জনের শরীরে। রাজ্যে মোট ৫২,৫৬,৯২৪টি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮,১২৭ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.