পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত ২৯৩৯, মৃত ৫৪ জন

পশ্চিমবঙ্গে (West Bengal) গত ২৪ ঘন্টায় সামান্য কমেছে সুস্থতার হার। বিগত কয়েক দিন প্রতি সুস্থতার সংখ্যা দুই হাজারের উপর থাকলেও রবিবার সেই সংখ্যা ছিল ১৯৯৬ জন। সুস্থতার হার ৭০.২৪ শতাংশ এদিকে নতুন গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৩৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৫৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৩৭৫জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৫৫৪জন।

রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৬৭,১২০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৫৯জনের। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই।  এদিকে আজ কলকাতা থেকে শুক্রবারের তুলনায় বেড়েছে সংক্রমনের সংখ্যা।গত ২৪ ঘন্টায় ৬১৫টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ২৭,৮৫৬। গত ২৪ ঘণ্টায় ৫৩৩জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৯,৮৬৭জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২১জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৯৪৮জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৭০৪১জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৮৮ জন। পাশাপাশি রাজ্যে বাকি মৃতদের মধ্যে তিনজন দার্জিলিং, একজন জলপাইগুড়ি, একজন দক্ষিণ দিনাজপুর, একজন পূর্ব বর্ধমান, ছয়জন হাওরা, চারজন হুগলি, ১৫ জন উত্তর ২৪ পরগনা, দুজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।  এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৬হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০লাখ ৫হাজার ৮৯৯টি। এখন রাজ্যে ৬০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.