সোমবার রাজ্যে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ প্রায় এক হাজার কমে হয়েছিল ২,২১৪ জন৷ মঙ্গলবার তুলনামূলক টেস্ট বাড়াতেই ফের বাড়ল সংক্রমণ৷ ফলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৪১ জন৷ মৃত্যু হয়েছে আরও ৪৯ জনের৷
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ২,৯৪১ জন৷ সোমবার ছিল ২,২১৪ জন৷ তুলনামূলক ফের বাড়ল সংক্রমণ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৭ হাজার ৯৯৫ জন৷
গত ২৪ ঘন্টায় বাংলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ সোমবার ছিল ৪৮ জন৷ ফলে দৈনিক মৃতের সংখ্যা ফের বাড়ল৷ তারফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৮,৮২০ জন৷
মৃত ৪৯ জনের মধ্যে কলকাতার ১৬ জন৷ আর উত্তর ২৪ পরগণার ১৮ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৩ জন৷ হাওড়ার ৪ জন৷ হুগলি ২ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ নদিয়া ২ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন৷
এদিন রাজ্যে সংক্রমণ যেমন বেড়েছে,তেমনি সুস্থ হওয়ার সংখ্যাটাও বেড়েছে৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,৯৭১ জন৷ সোমবার ছিল ২,২৩১ জন৷ সব মিলিয়ে বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৭৫ হাজার ৪২৫ জন৷ সুস্থতার হার বেড়ে ৯৩.৫৯ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৪ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী, ২৩ হাজার ৭৫০ জন৷ সোমবার ছিল ২৩ হাজার ৮২৯ জন৷ তুলনামূলক ৭৯ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৬২ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৬২ লক্ষ ১১ হাজার ৫৩৭ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬৯,০১৭ জন৷ একদিনে ৪৪ হাজার ২৩০ টি৷ সোমবার ছিল ৩১ হাজার ৪৫৩টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৭ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷