অবশেষে রাজ্যে সন্তোষজনক জায়গায় পৌঁছলো দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। গত বছর জুনের পর ফের ৭০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হল একদিনে। যার ফলে মঙ্গলবারের থেকে সংক্রমণ বাড়লেও কমেছে সংক্রমণের হার। তবে এদিন বেশ কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যু। বলে রাখি, এদিনই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্য দফতরের বুধবারের রিপোর্ট অনুসারে মঙ্গলবার রাজ্যে করোনার ৭১,৭৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২২,১৫৫টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ৩০.৮৬ শতাংশ। কলকাতায় কিছুটা কমেছে সংক্রমণ। সেখানে মঙ্গলবার আক্রান্ত ৭,০৬০ জন। উত্তর ২৪ পরগনায় ৪,৩২৬, দক্ষিণ ২৪ পরগনায় ১,৪৬১, হাওড়ায় ১,৩৬১ ও হুগলিতে ১,১০৭ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১,০১০ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮.১৭ লক্ষ।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। ৮ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, ৭ জনের কলকাতায়। উত্তরবঙ্গে এদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১ জনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। ২ জনের উত্তর দিনাজপুরে। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,৯৫৯।
এদিন সুস্থ হয়েছেন ৮,১১৭ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ১৪,০১৫টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস হয়েছে ১,১৬,২৫১। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯২.৫১ শতাংশ।