বিহারে প্রথম দফার ভোট মিটে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিহারে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, মঙ্গলবার প্রায় ১,৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৮৫ কোটিরও বেশি ভোটার। দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষা হবে লালু প্রসাদ যাদবের দুই পুত্র-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদবের। বিহারের বৈশালী জেলার রাঘোপুর আসন থেকে লড়ছেন তেজস্বী যাদব। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবের ভাগ্য পরীক্ষা হবে সমস্তিপুর জেলার হাসানপুর বিধানসভা আসনে। এছাড়াও নীতীশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা হবে এদিনই। মঙ্গলবার দ্বিতীয় দফায় বিহারের ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন, বেলা এগারোটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৯.২৬ শতাংশ।
ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাজ্যপাল ফাগু চৌহান। পাটনার দিঘায় একটি সরকারি স্কুলে ভোট দেওয়ার পর রাজ্যপাল ফাগু চৌহান জানিয়েছেন, ‘ব্যাপকহারে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জনগণকে অনুরোধ করছি।’ পাটনার রাজেন্দ্র নগরের সেন্ট জোসেফ হাই স্কুলের ৪৯ নম্বর বুথে ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। সকাল সকাল ভোট দিয়েছেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান। বিহারের খাগারিয়ার একটি বুথে ভোট দিয়েছেন তিনি। পাটনার ১৬০ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন রাবড়ি দেবী ও তাঁর দুই ছেলে। এদিন রাবড়ি দেবী বলেন, উন্নয়নের জন্য বিহারে পরিবর্তনের প্রয়োজন। এদিন সকালে পাটনার দিঘায়, একটি সরকারি স্কুলে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নেতা নীতীশ কুমার। তিনিও জনগণের কাছে ভোট দেওয়ার অনুরোধ জানান। হাজীপুর বিধানসভার অন্তর্গত করণপুরের একটি পোলিং বুথে ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই। পাটনায় ভোট দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।করোনা-পরিস্থিতির কথা মাথায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে নজির গড়েছেন পাটনার ৩২৫ ও ৩২৬ নম্বর পোলিং বুথের ভোটাররা। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখেন সমস্ত ভোটাররা। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোট মিটলে, বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। তৃতীয় দফায়-৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ।
2020-11-03