প্রথম পর্যায়ের ভোটের প্রচারের আজ শেষ দিন। প্রথম পর্যায়ের ভোটে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার ভোট হবে। দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুর তমলুক লোকসভার অন্তর্গত বাকি নটি বিধানসভায় ভোট হবে। সবমিলিয়ে আজ ভোটের প্রচারে ভিভিআইপিদের ঢল পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। একদিকে নন্দীগ্রামে বিজেপি প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। অন্যদিকে তমলুকের মেছেদা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন প্রচারে।
নন্দীগ্রামের মিটিংয়ের পর শুভেন্দু অধিকারী উত্তর-দক্ষিণে বেশ কয়েকটি সভা করেছেন। কংগ্রেসের রাজ্য নেতা অধীর চৌধুরীও এসেছেন মেদিনীপুর জেলায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে। এছাড়াও তৃণমূল এবং বিজিপির হয়ে বেশ কয়েকজন তারকাও এসেছেন জেলাতে প্রচারে কেউ করেছেন সভা, কেউ করেছেন রোড শো। সব মিলিয়ে ভোটের প্রচারের শেষ দিনে কাঁথি লোকসভার সাতটি বিধানসভা এলাকা সরগরম প্রচারে। আগামীকাল এই সাতটি এলাকায় শুরু হবে ভোটগ্রহণের প্রস্তুতি বুথে বুথে যাত্রা শুরু হবে ভোট কর্মীদের।