ফের বাড়ল, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩১১২ জন

রাজ্যে আক্রান্তের সংখ্যা তিন হাজারের উপরে থাকলেও দৈনিক মৃত্যুসংখ্যা কমলো। রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার কলকাতাতেও কমেছে মৃত্যুর সংখ্যা। যা খানিকটা উদ্বেগ প্রশমন করছে প্রশাসনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১১২ জন। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এদিকে কলকাতায় একদিনে মারা গিয়েছেন মাত্র পাঁচজন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৩৫জন। এদিন সুস্থতার হার ৮৫.৯৫ শতাংশ। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৩, ৩৭৭জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৯৩হাজার ১৭৫জন। রাজ্যে মোট করোনা  মুক্ত হয়েছেন ১লাখ ৬৬হাজার ২৭জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৭৭১জনের। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। 
 এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ৪৮১টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৯৫৭। গত ২৪ ঘণ্টায় ৪৬১জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৩৯,৪২৬জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৫জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৪৩৩জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৪০৯৮জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে আজ কলকাতাকে ছাড়িয়ে গেল উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪১জন। সুস্থ হয়ে উঠছেন ৭০৮ জন। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৪হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩লাখ ৩০হাজার ২৮৫টি। এখন রাজ্যে ৭৪টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.