আরও বাড়ল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। আরও কিছুদিন এমনভাবেই পারদ চড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাড়তে বাড়তে আজ বুধবার ১৬ ডিগ্রিতে উঠে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার বিকালে বেড়ে ২৯.২ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ। দমদমের সর্বনিম্ন সকাল সকাল পৌঁছে গিয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সল্টলেকের সকালের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার বিকালে ছিল ২৮.২ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৯ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ। দমদমের সর্বনিম্ন সকাল সাড়ে আটাটাতেই পৌঁছে গিয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সকালের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ছিল ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সকালের তাপমাত্রা কম ছিল। ওইদিন ০.৩ ডিগ্রি কমেছিল তাপমাত্রা। শনিবার এই একই পরিমান কমেছিল তাপমাত্রা। সাকুল্যে ০.৩ ডিগ্রি কমেছিল। এদিকে বেলার শীতকে কমাচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয়ক্ষেত্রেই হঠাৎ অনেকটা বৃদ্ধি পাওয়া। এর পিছনে অবশ্যই দায়ি করা পশ্চিমী ঝঞ্ঝাকেও। আগামী দিন দুয়েক এখন পারদ চড়বে বলেই মত আবহাওয়াবিদদের।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা শনিবার বিকালে ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ , সর্বনিম্ন ৩৪ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য অনেকটা কমে হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সকালের তাপমাত্রা রয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার বিকালে ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ , সর্বনিম্ন ৪৩ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সকালের তাপমাত্রাও একই রয়েছে। এদিন সকালে ওই অঞ্চলের তাপমাত্রা রয়েছে ১৪.০ ডিগ্রিই রয়ে গিয়েছে। সবমিলিয়ে ঝঞ্ঝার আভাস থাকলেও আজ শনিবার পর্যন্ত সকালের দিকে শীতের প্রভাব ভালোই রয়েছে তা স্পষ্ট। তা অল্প বেড়েছে বই কমেনি সেই অঙ্ক বলে দিচ্ছে হাওয়া অফিসের পারদমাপক যন্ত্র।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার বিকালে ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৯ শতাংশ , সর্বনিম্ন ৩৬ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সকালের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। এদিন সকালে ওই অঞ্চলের তাপমাত্রা রয়েছে ১৪.০ ডিগ্রি হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা বুধবার বিকালে ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ , সর্বনিম্ন ৩৯ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। তুলনায় সল্টলেকের সকালের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। এদিন সকালে ওই অঞ্চলের তাপমাত্রা রয়েছে ১৫.০ ডিগ্রি হয়ে গিয়েছে।