ভারতে সুস্থতা ৯৬-লক্ষের বেশি, করোনায় মৃত্যু বেড়ে ১,৪৫,৮১০

সুস্থতার সামগ্রিক হার বাড়তে বাড়তে ৯৫.৫৩ শতাংশে পৌঁছে গেল, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৬ লক্ষ ০৬ হাজার ১১১ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৫ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০০,৫৫,৫৬০-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,৩৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২৫,৭০৯ জন।
৩৩৩ বেড়ে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৫,৮১০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২৫,৭০৯ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৬,০৬,১১১ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ০৩ হাজার ৬৩৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ১,৭০৫ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৯,০০,১৩৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.