ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ২৮,৬৩৭

১২ জুলাই (হি. স.):
একাধিক পদক্ষেপ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি
তরফ থেকে নেওয়া সত্ত্বেও
গোটা ভারতজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের
সংখ্যা।বিগত
২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত
হয়েছে ২৮৬৩৭ জন।
নিহত ৫৫১। ফলে
গোটা দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৮৪৯৫৫৩। 

রবিবার
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রকের তরফ থেকে জানানো
হয়েছে যে দেশে সক্রিয়
আক্রান্তের সংখ্যা ২৯২২৫৮।
সুস্থ হয়ে উঠেছে ৫৩৪৬২১ । দেশজুড়ে
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
২২৬৭৪ জন । করোনায়
সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের । সেখানে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
২৪৬৬০০। সক্রিয়
আক্রান্তের সংখ্যা ৯৯৪৯৯। সুস্থ হয়ে উঠেছে
১৩৬৯৫৮। নিহত
১০১১৬।মহারাষ্ট্রের
পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২২৬।সক্রিয়
আক্রান্তের সংখ্যা ৪৬৪১৩।সুস্থ হয়ে উঠেছে
৮৫৯১৫।মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.