বাংলায় একদিনে ৫৯ জনের মৃত্যু, আক্রান্ত আরও ৩,১৯২

কয়েক দিন ধরে বাংলায় প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এক সময় সংখ্যাটা ২৩ হাজারে নেমেছিল,ফের সাড়ে চব্বিশ হাজার ছাড়াল৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের৷ বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১.৯৪ শতাংশ৷

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৫৯ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৬০ জন৷ আর বুধবার ছিল ৬১ জন৷ এর আগে ৫ অগস্ট মৃত্যু হয়েছিল ৬১ জনের৷ সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ২৪২ জন৷

যে ৫৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৪ জন৷ উত্তর ২৪ পরগনার ৭ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৬ জন৷ হাওড়ার ১০ জন৷ হুগলির ২ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব বর্ধমান ৩ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বাঁকুড়া ২ জন৷ পুরুলিয়া ১ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ কোচবিহার ২ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৯২ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,১৯৭ জন৷ বুধবার ছিল ৩,২৩৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জন৷ এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৬০ জন৷ বৃহস্পতিবার ছিল ২,৯৪৮ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লক্ষ ৯০ হাজার ২১ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৮৬ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮৬.৭৭ শতাংশ৷

রাজ্যে ফের অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ২৪ হাজার ছাড়াল৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ৫০৯ জন৷ বৃহস্পতিবারের তুলনায় ১৭৩ জন বেশি৷

বাংলায় একদিনে ৪৫ হাজার ২২৯ টি টেস্ট হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৪৫ হাজার ৫৩৬ টি৷ কয়েকদিন আছে একদিনে সর্বোচ্চ ৪৭ হাজার ৫৩৭ টি টেস্ট হয়েছিল৷ এই পর্যন্ত টেস্টের সংখ্যা ২৬ লক্ষ ৯৯ হাজার ২৯৯ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ২৯,৯৯২ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৭৭টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৪ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৬৭৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.