সন্দেহের জেরে বারুইপুরে পেটানো হয়েছে এক যুবককে। এই পেটানোর জেরে সেই যুবক প্রাণ হারিয়েছেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, চোর সন্দেহে উক্ত যুবককে পেটানো হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পিয়ালি ঘোলাঘাটা এলাকায়। ১৯ বছর বয়সী মৃতের নাম বিজয় সরকার। অভিযোগ উঠেছে যে, তাঁকে চোর সন্দেহে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধোর করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার শিকার শুধুমাত্র বিজয়ই হননি। এছাড়াও, জীবন ও সুব্রত গায়েন নামক আরও দুই ব্যক্তিকে ইলেকট্রিক পোস্টে বেঁধে পেটানো হয়েছে।
বারুইপুর থানার পুলিশ তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, শেষপর্যন্ত আর বিজয় সরকারকে বাঁচানো সম্ভব হয়নি। তবে, বাকি দুইজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। মূলত, গোপাল সর্দার নামক এক স্থানীয়ের বাড়িতে সোমবারে চুরির ঘটনা ঘটার পরেই সন্দেহের আঙুল বিজয়, জীবন ও সুব্রতর দিকে যায়।