রাজ্য করোনা (Corona) আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যেও খানিকটা স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার হার। রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৬৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ১০জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৬১জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৪০৭। শুক্রবার এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিন জারি করে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬১ জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৮২৯জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৩জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য।
এদিন স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৬৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ হাজার ৫৪৩টি। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৮ হাজার ৮৮২ জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ২৪হাজার ৩৮৯ জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ৪৫ হাজার ৬৮১জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৬৯ হাজার ৫৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৪৩টি নতুন কেস। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে মোট ১২০০টি কেস। তাদের মধ্যে ৪০জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৪২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের।এই পর্যন্ত কলকাতায় মোট ৯৯জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো-মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬২৩জন।