গত কয়েকদিন আগেই করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজার পেরিয়ে যায় । করোনা ঠেকাতে গত ১৬ মে থেকে কড়া বিধিনিষেধ জারি হয় পশ্চিমবঙ্গে । যার ফলে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৫,৪২৭ জন । দীর্ঘ ৩৫ দিন পর দৈনিক মৃতের সংখ্যা একশোর কম। মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫,৪২৭ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৫২৮ জন। দিন কয়েক আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এদিনও তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,১০৯ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৪১। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৩০২ ও ২৪৪ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ২৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জন।এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। গত ৩ মের পর এই প্রথম রাজ্যে ১০০র নীচে নামল সংক্রমণ। এদিন কলকাতায় ২১ জন ও উত্তর ২৪ পরগনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৬ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে করোনায় ।
তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন। যার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে সুস্থ ১,৫১৬ জন। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৮৩৯। এ নিয়ে মোট ১৪ লক্ষ ১ হাজার ৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৯ হাজার ৯২৫ জন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৭৬ জনের।
2021-06-09