ধীরে ধীরে নয় বরং বেশ দ্রুত গতিতেই পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ এগোচ্ছে । প্রায় চার হাড়ার বেড়ে ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৮৩ জন। যা এ পর্যন্ত দৈনিক সংক্রমণে রেকর্ড। পুজোর আগে কিভাবে সংক্রমণ বৃদ্ধি স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। উৎসবের মরসুমে যদি লাগাম টানা যায় সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের সংখ্যা আরো হুহু করে বৃদ্ধি পাবে তা বলার অবকাশ রাখে না। এদিকে সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে কমল সুস্থতার হার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১১৩জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। এদিকে ফের বেড়েছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.০৪শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। রবিবারবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩হাজার ২৭জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩লাখ ২১হাজার ৩৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২লাখ ৮১হাজার ৫৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬০৫৬জনের। এদিকে ফের কমেছে রাজ্যে সুস্থতার হার। এখন রাজ্যে সুস্থতার হার ৮৭.৫৫ শতাংশ।এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরেও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। ৮১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন কলকাতায়। তাই শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৬৯হাজার ৮৪৪টি। গত ২৪ ঘণ্টায় ৭৮৭জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৬০হাজার ৬৯৮জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে শহরে ১৩জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৯৮৪জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৭৩৬২জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। তবে এদিন কলকাতার থেকেও বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন এই জেলায়। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৮ জন। সুস্থ হয়ে উঠছেন ৬৪৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯লাখ ৯১হাজার ২৭০টি। এখন রাজ্যে ৯২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-10-18