২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত ২৯৫৪ জন, মৃত ৫৬ জন

 সব রেকর্ডকে পেছনে ফেলে একদিনে পশ্চিমবঙ্গে (West Bengal) সংক্রমিত হলেন প্রায় তিন হাজার। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫৪ জন। মৃত্যু অবশ্য কমেছে গত কালের তুলনায়। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। গতকাল এই সংখ্যা ছিল ৬১। এদিকে ২০৬১ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৩, ৮২৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬,৭৫৪জন।

রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৬১,০২৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০২জনের। ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭০.৩৪ শতাংশ। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৬৮০টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ২৫,৮৮২। গত ২৪ ঘণ্টায় ৫৪৮জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৮,১০৯জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২৭জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৮৮৭জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৮৮৬জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। পাশাপাশি রাজ্যে বাকি মৃতদের মধ্যে তিনজন দার্জিলিং, দুজন উত্তর দিনাজপুর, একজন মুর্শিদাবাদ, একজন নদীয়া, একজন পূর্ব মেদিনীপুর,একজন পশ্চিম বর্ধমান, দুজন হাওরা, ১৪ জন উত্তর ২৪ পরগনা, চারজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। 


এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৫হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০লাখ ২৮হাজার ২৫১টি। এখন রাজ্যে ৫৯টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.