ধীরে ধীরে রাজ্যজুড়ে নামছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ২ হাজারের নিচে । ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১,৯৩৩ । শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৩৩ জন । এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। সংক্রমণের নিরিখে এদিনও অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২৩৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১১২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ১১৩ ও ১১২ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ১৬৭ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯ জন। একদিনে ভাইরাসের বলি ৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২২ হাজার ২৩১ জন। করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৫৭ জনের। ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ১,৩৯,৫,৬৮৬ ।
2021-06-26