গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৫জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ৭জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৬৩জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫২। শনিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapana Banerjee)। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭৬ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৮৯২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬০জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। ৩৪.৬৩ শতাংশ সুস্থ হওয়ার হার।
অন্যদিকে ৭দিন আগেও যেখানে ৪.৩ শতাংশ কেস পজিটিভ আসছিল সেখানে এখন সেটা কমেছে ৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে যেটা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সচিব। এদিন স্বরাষ্ট্র সচিব আরও জানান, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৭৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭হাজার ২৮৮টি। এখন রাজ্যে ২২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। ৭দিনে প্রায় দ্বিগুণ টেস্ট হয়েছে রাজ্যের বলে দাবি করেন স্বরাষ্ট্র সচিব। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৯হাজার ৬৬৭জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ২৫হাজার ৮০৪জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ৫০হাজার ২৫৮জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৭০হাজার ৮৯জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৬৫টি নতুন কেস।
এই পর্যন্ত এরমধ্যে কলকাতা (Kolkata) থেকে পাওয়া গেছে মোট ১২৬৫টি কেস। তাদের মধ্যে ১৮জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৪৪৪ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩জনের।এই পর্যন্ত কলকাতায় মোট ১০২জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৬৭জন।