চলতি সপ্তাহে মঙ্গলবারে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে করলেন একাধিক মন্তব্য। কোনো মন্তব্যে তাঁকে যেমন বাস দুর্ঘটনায় মৃত দুই মহিলার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করতে দেখা গেল। তেমনই তাঁকে আরেক মন্তব্যে কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় দাঁড় করাতে দেখা গেল। সবমিলিয়ে খবরের শিরোনামে মুখ্যমন্ত্রীর ভাষণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “মাথায় উকুন হলে উকুন মেরে দিতে হয়। বাড়িতে যদি ছাড়পোকা থাকে, সেটিকে মেরে দিতে হয়। কিন্তু আমরা এখানে মানুষ মৃত্যুর কথা বলছি। আমরা বলছি, যাঁরা মিথ্যা কথা বলছেন, তাঁরা দেখে যান”। কেন্দ্রীয় সরকারি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাঁর আরও সংযোজন, “আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? উত্তর প্রদেশে, গুজরাটে কোনও ঘটনা ঘটলে কটা টিম যায়? “
এরপরে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ আরোপ করে বলেন, “এখানে যা কাজ আছে, পরিবার-পরিজন ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কাজ করার দরকার পড়ে না। একশো দিনের কাজের ক্ষেত্রে যাঁরা কাজ শেষ করেছিলেন, কেন্দ্রীয় সরকার ৭ হাজার কোটি টাকা তাঁদের দেয়নি। এই বছরও একশো দিনের কাজের একটি কোটাও দেয়নি বাংলাকে। জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মার্চ মাস পর্যন্ত অর্থ বর্ষ”।