কিছুদিন আগেই হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নাম এসেছিল খবরের শিরোনামে। তিনি নিজ মন্তব্যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ‘ব্র্যান্ড’ বলে আখ্যায়িত করেছিলেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে রাজনৈতিক ময়দানে উঠেছিল বেশ বিতর্ক। এবার, আরেক তৃণমূল বিধায়কের মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করল।
পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশনের বক্তব্য, “আমি যদি ভোট না পাই, তাহলে সন্ন্যাস নিয়ে নেবো। আর আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবে না”। একইসঙ্গে তিনি নিজের মন্তব্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ টেনে আনা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী না থাকলে আপনারা এত প্রকল্পের সুবিধা পেতেন না”।
চলতি সপ্তাহে সোমবারে বিকেলের পাঁচলার ধুলোর বাঁধ এলাকায় তৃণমূলের তরফে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। এই কর্মীসভাতেই উপস্থিত থেকে উক্ত মন্তব্যগুল করতে শোনা যায় তৃণমূল বিধায়ককে। প্রসঙ্গত, তিনি ২০১১ সাল থেকে পাঁচলা বিধানসভা কেন্দ্রে একটানা তিনবার জয়ী হয়েছে। এ বাদে তিনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েও ১৯৯৬ সালে বিধায়ক হয়েছিলেন।