ডিএ নিয়ে উত্তাল রাজ্য। বকেয়া প্রাপ্য টাকার দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে দু’ দিনের কর্মবিরতি বা পেনডাউনও করেছেন তাঁরা। এই আবহে ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে ফিরহাদ হাকিম বললেন, ‘যাঁরা অনেক পান তাদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। না পোষালে ছেড়ে দিন’।
মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘আশ্রয় প্রকল্প’ -এ বাড়ি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মানুষের কাছে কোনটা অগ্রাধিকার হওয়া উচিত? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া? ‘
ফিরহাদ আরও বলেন, ‘যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। কেন্দ্রীয় সরকার যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন। আমি কোনও বহুজাতিক সংস্থার ক্লার্ক নই। বহুজাতিক সংস্থার কোনও বাবু নই, আধিকারিক নই। ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি। সেই ব্রতটা সবার আগে দরকার।’
বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে শহিদ মিনারে এক মাস ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি চলছে অনশন। তার মেয়াদ দুই সপ্তাহ পার করে গিয়েছে। ১০ মার্চ ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে ২০ এবং ২১ ফেব্রুয়ারি গোটা দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলকারীরা। তবে এত কিছু করেও হকের টাকা মেলেনি। সরকার এতটুকু টলেনি।