কল্যাণীর জেএনএম হাসপাতালের এক চিকিৎসক, অন্তঃসত্ত্বা এক মহিলার উদ্দেশ্যে জানান, বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান। মহিলার দাবি, চিকিৎসা পরিসেবা নিতে গিয়ে তাকে যে এইভাবে হয়রানির শিকার হতে হবে, তা তিনি কল্পনাও করেননি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যাবেলায়। এই ঘটনাকে ঘিরে রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন।
সূত্রের খবর, ওই মহিলার মঙ্গলবার হাসপাতালে সিজার হওয়ার কথা ছিল। সেই সময় অন্তঃসত্ত্বা ওই মহিলাকে চিকিৎসক জিজ্ঞাসা করেন, কোন সমস্যা হচ্ছে কিনা। তার পরিপ্রেক্ষিতে অন্তঃসত্ত্বা মহিলা হিন্দি ভাষায় উত্তর দেন। তখনই কর্তব্যরত চিকিৎসক তার উদ্দেশ্যে বলেন, বাংলা ভাষায় কথা বলতে। কিন্তু মহিলা জানিয়ে দেন, তিনি বাংলা ভাষা জানেন না। তখনই চিকিৎসক বলেন, তাহলে বিহারে গিয়ে চিকিৎসা করান। এরপরই ঘটনাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। শুধু তাই নয়, হাসপাতালে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগী ও রোগীর পরিবারের অশান্তি এমন পর্যায়ে যায়, যার ফলে সেটি হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে যায়।
এদিকে, গোটা ঘটনাটি ভিডিও করেছেন রোগীর পরিবারের সদস্যরা। এরপর রোগীর পরিবার, কল্যাণী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। এদিকে হাসপাতালে পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে, বিনা অনুমতিতে চিকিৎসকদের ছবি তোলার অপরাধে। জানা গিয়েছে, কল্যাণী থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
2022-04-29