অভিযোগ না শুনলে ‘দিদির দূত’দের বেঁধে রাখার নিদান নিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। গত রবিবারে হুগলি জেলার জিরাটে একটি দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই উপস্থিত থেকে তিনি মন্তব্যটি করলেন। এদিকে, তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পরেই পাল্টা জবাব ধেয়ে আসল রাজ্যের শাসকদলের তরফে।
লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কেউ যদি চড় মারে, তবে আপনারা ছেড়ে দেবেন না। আপনারাও চার-পাঁচটা দিন। দিদির দূতেরা যদি অভিযোগ না শোনে তবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসিয়ে রেখে, বেঁধে রেখে অভিযোগ শোনান। সরকার তাঁদের, পঞ্চায়েত তাঁদের, তাঁরা কেন মানুষের জন্য কাজ করবেন না? আবার অভিযোগ করতে এলে থাপ্পড় মারা। আমি সামনে থাকলে ঘুরিয়ে চারটে থাপ্পড় মারতাম”।
তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা মন্তব্য করেন হুগলির জেলা যুব তৃণমূল নেত্রী রুনা খাতুন। তিনি বলেন, “মাননীয় সাংসদ কুরুচিকর মন্তব্য করেছেন। তিঁনি বারবার একই ঘটনা ঘটান। তিঁনি সেই নেত্রী যিনি নিজের গাড়ির কাচ ভেঙে সাম্প্রদায়িকতা করতে গিয়েছিলেন। সবসময় গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করেন। তিঁনি বলেছেন দিদির দূতেরা নাকি দিদির ভূত। ভূত দেখলে যাঁরা ভয় পাওয়ার তাঁরাই পাচ্ছেন। বিজেপি ভয় পাচ্ছে, এই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেল তারা বাংলা ছেড়ে পালানোর রাস্তা পাবে না”।