জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার পাঞ্জটিলায় বিএসএফ সদর দফতরে কমান্ডিং অফিসারের নাম করে আসা পার্সেলে আইইডি বের হওয়ার ঘটনায় সুরক্ষা বাহিনীর জওয়ান সমরপালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তাকে কলকাতা থেকে আটক করেছে পুলিশ ।
সূত্রের খবর, হেফাজতে নেওয়া জওয়ানকে সাম্বা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
প্রতিরক্ষা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএসএফ সদর দফতর, পাঞ্জটিলায় কমান্ডিং অফিসারের নামে আসা পার্সেল থেকে আইইডি বের হলে বিএসএফের তরফ থেকে কর্মরত এক জওয়ানের বিরুদ্ধে সন্দেহের ভিত্তিতে মামলা দায়ের করা হয় ।
এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তের গতি বাড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে জওয়ানকে গ্রেফতার করে । সূত্র মতে, যেদিন জওয়ান সমরপাল ছুটিতে ছিলেন, সেদিনই পার্সেল থেকে আইইডি পাওয়া যায়। উক্ত জওয়ান আইইডি মামলা সম্পর্কে জ্ঞাত। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ।