এসএসসি দুর্নীতি মামলে কেন্দ্র করে দুই দিন ধরে তোলপাড় রাজ্য। বেশ অস্বস্তিতে শাসক শিবির। এইসবের মাঝেই শাসকদলকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, প্রায় ২৭ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ইডির আদিকারকরা। অপরদিকে একইসঙ্গে তল্লাশি চালানো পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িতেও। এই নিয়ে এবার শানালেন দিলীপ ঘোষ।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বলে কয়ে কয়েকজন সিবিআই অফিসারকে ম্যানেজ করা হয়ে গিয়েছিল, তাই ময়দানে ইডি। অতীতে যাঁকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হত তিনিই হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যেতেন। আমার মনে হয় ইডি এবার পুরো প্রস্তুতি নিয়ে ময়দানে নেমেছে। বহু মানুষের নাম উঠে আসছে। আমার মনে হয় যে ফোন বা নথি পাওয়া গিয়েছে তল্লাশিতে তাতেই সমস্ত তথ্য লুকিয়ে রয়েছে”।
তিনি এরপরে অর্পিতা মুখোপাধ্যায়কে কেন্দ্র করেও মন্তব্য করেন। তাঁর কথায়, “এই ঘটনায় যে মহিলার নাম উঠে আসছে তৃণমূল বলছে তাঁর সঙ্গে সম্পর্ক নেই। এটা সত্যি কথা নয়”। তিনি আরও বলেন, “এতদিন বলে কয়ে কয়েকজন সিবিআওই অফিসারকে ম্যানেজ করে চলে যাচ্ছিল। ইডি এসে সব গড়বড় করে দিল। আমি চাইব ইডি যেন এর শেষ দেখে ছাড়ে”।
2022-07-24