চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বীরভূমের সাঁইথিয়ায়। টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে দিন তারিখ লিখে টাকা ফেরতের মুচলেকা দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
স্থানীয় এক ব্যক্তির দাবি, হৃদয় মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা তাকে টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেন। বলেন, ‘আমার হাত আছে। করে দেব।’ সেই কথায় বিশ্বাস করে প্রথমে হৃদয়বাবুকে ২ লক্ষ টাকা দেন তিনি। পরে আরও প্রায় দেড় লক্ষ টাকা দেন। মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩.৫ লক্ষ।
কিন্তু শিক্ষক দুর্নীতি প্রকাশ্যে আসার পর হৃদয়বাবুর কাছে টাকা ফেরত চান তিনি। ১ লক্ষ টাকা ফেরত দেন হৃদয়বাবু। বাকি টাকা বারবার চেয়েও ফেরত দেননি। পরে তিনি জানান আর ১ লক্ষ টাকা ফেরত দিতে পারবেন। কিন্তু সেই টাকা ফেরাতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ।
শুক্রবার দলবল নিয়ে তৃণমূল সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত ব্যক্তি ও তাঁর গ্রামের লোকজন। বিক্ষোভের মুখে মুচলেকা দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন তৃণমূল নেতা। জানান ১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেবেন তিনি। এই ঘটনায় বিজেপির প্রশ্ন, নিজেদের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন তৃণমূল নেতারা?