রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্র ( Maharashtra) থেকে ঢোকা শুরু করেছে একের পর এক ট্রেন। করোনা কবলিত রাজ্য থেকে একসঙ্গে প্রচুর ট্রেন আসায় সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। আর তাতেই ক্ষুব্ধ মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। বুধবার নবান্নের রিভিউ মিটিংয়ে তিনি বলেন, ‘অমিত শাহকে (Amit Shah) বলেছিলাম, আমি তো বলেছিলাম অমিত শাহকে, এত টিম পাঠাচ্ছেন পাঠান। কিন্তু আপনার যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে পারছে না তাহলে আপনি নিজে নিন না।‘

এদিন ভিনরাজ্য থেকে একসঙ্গে প্রচুর ট্রেন পশ্চিমবঙ্গে পাঠানোয় কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আজকে রাতে ১১টা ট্রেন ঢুকছে। কাল সকালে ১৭টা ঢুকবে। বুঝুন, সব ছেড়ে দিয়েছে এক সাথে। ওরা আমাদের পলিটিক্যালি ডিসটার্ব করতে গিয়ে বাংলার সর্বনাশ কেন করে জানি না। আমাকে যত খুশি ডিসটার্ব করুন। একটা প্ল্যানিং তো করতে টাইম দেবেন। এ আবার কী কথা?’

আমফান বিপর্যয়ের মধ্যে ভিনরাজ্য থেকে ফেরা লক্ষ লক্ষ শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন মমতা। তবে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেননি তিনি। এদিন তিনি বলেন ‘একদিকে দুর্যোগ, একদিকে করোনা, আর একদিকে একসাথে সব পাঠিয়ে দিচ্ছেন। রেল মিনিস্ট্রির কোনও দায়িত্ব নেই? কোনও দায়বদ্ধতা নেই? বলেছিলেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করে এটা করবেন। কেন করেননি কনসাল্ট। আমাদের উইদাউট কনসাল্ট এটা করেছেন। আমরা যে লিস্ট করে দিয়েছি সেই লিস্ট আপনারা মানেননি। আপনারা আপনাদের রাজনৈতিক মর্জি মতো গায়ের জোরে এই কাজগুলো করছেন। তাতে রাজ্যের বিপদ বাড়ছে বুঝতে পারছেন না? এতবড় দুর্যোগ। দুর্যোগ সামলাবো না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাবো?’

দিল্লির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘সব কিছু টু মাচ করছেন আপনারা। এত লক্ষ লক্ষ লোককে কোয়ারেন্টাই করার মেশিনারি আমার কোথায়? কেন্দ্রীয় সরকারেরও কি এত লোককে কোয়ারেন্টাইন করার পরিকাঠামো রয়েছে?’

এর পরই বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন,  ‘আমি যদি না পারি সেন্টার নিজে টেক কেয়ার করুক না এই কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে। আমি তো বলেছিলাম অমিত শাহকে, এত টিম পাঠাচ্ছেন পাঠান। কিন্তু আপনার যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে পারছে না তাহলে আপনি নিজে নিন না। আপনি নিজে করোনাটাকে সামলান, আমার কোনও আপত্তি নেই। আমি তাঁকে থ্যাংস জানাচ্ছি এই কারণে যে তিনি সেদিন আমাকে বলেছিলেন, নেহি নেহি, কুছ নেহি হুয়া গভর্নমেন্টকো হম কেয়সে তোড় সাকতা হ্যায়।‘

কেন্দ্রকে মমতা বলেন, ‘তোমরাই লকডাউন করেছিলে। একদিকে লকডাউন চলবে, আরেকদিকে রেল রেলের মতো চলবে, ট্রেন ট্রেনের মতো চলবে। মানুষ কী করে চলবে?’ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন। আমরা রেলকে একটা পরিকল্পনা করে তালিকা দিয়েছিলাম। সেসব মানা হল না। বাইরে থেকে যারা আসছেন তাদের অনেকেই পজিটিভ হয়ে গিয়েছেন। তারা তো আমাদের লোক। ফেরাতেও হবে। কী করব জানি না। রেল কেন এটা করল একসঙ্গে দু’লক্ষ মানুষের হেলথ স্ক্রিনিং কীভাবে করব?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.