মহুয়া মৈত্র নিজ মন্তব্যের জেরে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তৃণমূলের এই সাংসদ রাস্তায় যেতে যেতে হঠাৎ এক দোকানের সামনে দাঁড়িয়ে চা বানাতে শুরু করেন। সেই ভিডিও তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টও করেন। তবে, ভিডিওর ক্যাপশনের জেরে আজ তাঁর নাম খবরের শিরোনামে।
তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সম্প্রতি কৃষ্ণনগরে গেছিলেন। তিনি মূলত লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গেছিলেন ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সেখানেই রাস্তার ধারে অবস্থিত এক দোকানে তিনি নিজের হাতে চা বানালেন। সেই ঘটনাটি ভিডিও আকারে ক্যামেরাবন্দী করে নেন ও সোশ্যাল মিডিয়া আইডি থেকে পোস্ট করেন।
তিনি ভিডিওটির ক্যাপশনে লেখেন, “চা বানানোর চেষ্টা করলাম… জানি না, এটা আমায় কোথায় নিয়ে যাবে!” তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য মন্তব্য ধেয়ে আসে নেটিজেনদের তরফে। কেউ স্পষ্টভাষায় বলেন, “আপনি কখনওই তাঁর মতো হতে পারবেন না”। কেউ আবার বলেন, “এটা আপনাকে কিচেনেই পৌঁছে দেবে। যাই হোক, আমরা আমাদের নতুন রেস্টুরেন্টের জন্য লোক খুঁজছি”।