না খেয়ে থাকতে হয় থাকবো, তবুও হিন্দু হয়েই থাকবো; খ্রিস্টান মিশনারিদের ত্রাণ ফিরিয়ে দিলেন দরিদ্র মহিলা

নদীয়া জেলার (Nadia district) এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের সকলেই দিনমজুর, খেটে খাওয়া অভাবী মানুষ। কিন্তু লক ডাউন (Lock down) চলাকালীন কাজ বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন ওই অভাবী মানুষজন। পরিবারের সদস্যদের রোজ দুবেলা খাওয়া জুটছে না ঠিকমত। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামে গিয়েছিলেন খ্রিস্টান মিশনারীরা। কিছু চাল, ডাল খাদ্য সামগ্রী দিয়ে দরিদ্র মানুষগুলির মধ্যে যীশুর প্রতি মোহ জাগাতে। কিন্তু গ্রামের মানুষরা সাফ জানিয়ে দিলেন, আমরা ওই ত্রাণ নেব না। না খেয়ে থাকতে হয় থাকবো, কিন্তু হিন্দু হয়েই থাকবো। খ্রিস্টান হবো না আমরা, খ্রিস্টানদের কাছ থেকে ত্রাণ নেব না আমরা। এমনই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন সিংহবাহিনীর সভাপতি শ্রী দেবদত্ত মাজি (Shri Devadatta Maji)।

ভিডিওতে কিছু হিন্দু মহিলাদের বলতে শোনা যাচ্ছে যে , আমরা খুবই দরিদ্র। আমাদের পরিবার দিনমজুরি করে পেট চালায়। কিন্তু কোনোরকম সাহায্য আমরা পাইনি। তারপর গ্রামের আরও অনেক দরিদ্র পুরুষ মহিলা জানায় যে, খ্রিস্টান মিশনারীরা গ্রামে ত্রাণ দিতে এসেছিল। কিন্তু আমরা গ্রামের মানুষজন তাদেরকে ফিরিয়ে দিয়েছি। তাদের বক্তব্য, না খেয়ে থাকতে হয় থাকবো, কিন্তু হিন্দু সমাজে থাকবোতাদের ধর্মের প্রতি এই ভালোবাসা যা অভাব, দারিদ্র্যকেও হার মানিয়েছে

ওই অভাবী, দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেবদত্ত বাবু। তিনি তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবকদের ওই গ্রামে পাঠিয়ে দেন খাদ্য সামগ্রীসহ। কি ছিল না তাতে? চাল, ডাল, আলু, মুড়ি, সোয়াবিন, তেল, নুনসহ নানা খাদ্য সামগ্রী। স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দিলেন সেগুলি। মুখে হাসি ফুটলো প্রান্তিক, অভাবী, খেটে খাওয়া হিন্দু মানুষগুলির মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.