১২০ জন প্রাক্তন আইপিএস অফিসার কলকাতার রাস্তায় ধর্নায় বসেছেন৷ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন তাঁরা৷ আজ ও আগামীকাল তাঁদের এই ধর্ণা চলবে৷
রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলন৷ ধর্ণায় যোগ দেবেন বিজেপি নেত্রী ও প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ৷
যাঁরা ধর্ণা দিচ্ছেন, তাঁদের দাবি পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে৷ নির্বাচন এবং তার আগে পরে রাজ্যে সন্ত্রাস বন্ধ করতে হবে৷ নারী নির্যাতনের ঘটনা যাতে না ঘটে ও মিথ্যা মামলা দিয়ে জনসাধারণ ও রাজনৈতিক কর্মীদের যাতে জেল খাটতে না হয়, তা মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে৷
যে আইপিএস অফিসাররা ধর্ণায় বসেছেন, তাঁদের মধ্যে প্রাক্তন ডিএসপি, এসপি এবং অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশের মতো পদমর্যাদার ব্যক্তিত্বরা রয়েছেন৷ ভারতী ঘোষ ছাড়াও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও কিছুক্ষণের মধ্যে এই ধর্ণায় হাজির হবেন বলে জানা গিয়েছে৷