ফের শহরে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। লরি বোঝাই করে শহরে পাচারের সময় কলকাতা পুলিশের বিশেষ শাখা এসটিএফ গাজা পাকড়াও করে।
গ্রেপ্তার করে এক পাচারকারীকেও। আটক করা হয়েছে লরিটিকেও। এসটিএফ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে স্ট্র্যান্ড রোড এবং কালীপ্রসন্ন সিংহ রোড ক্রসিংয়ে একটি লরি আটকানো হয়। সেই লরিতে তল্লাশি চালিয়ে চল্লিশটি গাজা বোঝাই বস্তা উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, পাচারকারী হিসেবে চিহ্নিত করে মধ্যপ্রদেশ কালেরা অঞ্চলের বাসিন্দা গোবর্ধন গণ্ড (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত জিজ্ঞাসাবাদ করে গোটা চক্র সম্বন্ধে তথ্য জোগাড় করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কালে যত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, গতকাল রাতের মাদক উদ্ধারের পরিমাণ সে তুলনায় অনেকটাই বেশি। পুলিশের অনুমান বিপুল পরিমান এই গাজা শহরে নিয়ে এসে খুচরো মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হতো। তারাই সেই গাঁজার পুরিয়া বানিয়ে বিভিন্ন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্রি করা হত। এরকম বেশ কয়েকজন খুচরো বিক্রেতাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ জালে তুলেছে।
সূর্য সরকার