বারবার রক্ষীবিহীন এটিএম কেই নিশানা করছে লুটেরারা। তবুও টনক নড়ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষর। নিকট অতীতে বেশ কয়েকবারই রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটেছে। হাওড়া জেলাতেই আগে ঘটেছে এরকম ঘটনা। ফের রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল হাওড়ায়। লিলুয়ার মধ্য খালিয়া অঞ্চলের এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করা হয় বলে জানা গেছে ।
তবে লুঠ হওয়া টাকার পরিমাণ কত তা এই মুহূর্তে জানা যায়নি। ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে। এটিএম পরীক্ষা করে দেখার পরই পরিষ্কার হবে ভল্ট থেকে ঠিক কত টাকা খোওয়া গিয়েছে। ওই এটিএমের দোতলায় থাকেন বাড়ির মালিক ।
তিনি জানিয়েছেন, সম্ভবত শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে। ওই এটিএমে কোনও রক্ষী থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে টাকা লুঠ করে নিয়ে পালায়। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।
তবে শহরে গত কয়েকদিনে একাধিক এটিএম থেকে লুঠের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগেও লিলুয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ হয়েছিল। আন্দুলে ৩টি এটিএম ভেঙে লুঠ হয়েছিল প্রায় ৪৫ লাখ টাকা ।
এবার লিলুয়ার খালিয়া মোড়ে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল। এতবার এটিএম লুঠের ঘটনা ঘটা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো রকম সাবধানতা অবলম্বন করেনি আজকের ঘটনা তা আবার প্রমাণ করলো। কে বা কারা এই কাজ করছে, একই দল বা বিভিন্ন দল এই অপরাধের সঙ্গে যুক্ত কিনা কিনারা হচ্ছে না কোনো রহস্যেরই। এই পরিস্থিতিতে রক্ষীবিহীন এটিএম কি টাকা তোলার জন্য আদৌ নিরাপদ , প্রশ্ন সাধারণ মানুষের ।