হাওড়া পুলিশের সাফল্য (Howrah police success)| কারণ অপহরণ করলেও মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হল অপহরণকারীরা | চার দিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া (Gopal Budhalia)। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা । যদিও অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ ।
তার আগে ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল অপহৃত ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু পুলিশের চাপে অপহরণকারীরা বারবার পিছু হটছিল। শেষমেশ তারা বিনা মুক্তিপণেই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের চাপে বিপদ বাড়ছে দেখে অপহরণকারীরা নিজেরাই গাড়িতে চাপিয়ে শনিবার রাতে বেলুড়ের (Belur) নিখোঁজ ছাঁট লোহার ব্যবসায়ীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় ।
বাড়িতে ফেরার পর পুলিশ গিয়ে রাতেই ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে বালি থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অপহরণকারীদের চিহ্নিত করা গেলেও এখনও কাউকে ধরা যায়নি ।
হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন, অপহরণকারীদের খোঁজ চলছে। উল্লেখ্য, গত বুধবার সকালে ব্যাঙ্কে এসে নিখোঁজ হয়ে যান গোপাল বুধালিয়া নামের ওই ব্যবসায়ী। প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর সেই টাকার অঙ্ক দু’লক্ষে পৌঁছে যায়। জানা গিয়েছে উত্তরপাড়ার কোন এক জায়গায় আটকে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। পরোক্ষভাবে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয় | অনেক তথ্য আসে পুলিশের হাতে। এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ।