গোটা দেশ অপেক্ষায়। কী হবে ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষা রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের। সবই স্পষ্ট হবে বৃহস্পতিবার। তার আগে জেনে নিন কী ভাবে হবে লোকসভা ভোটের গণনা।
বৃহস্পতিবার ২৩ মে সকাল ৮টায় শুরু হবে গণনা।
প্রতিটি গণনা কেন্দ্রে রিটার্নিং অফিসার, অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসাররা গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করাবেন।
এর পরে প্রতিটি ইভিএম পরীক্ষা করা হবে রিটার্নিং অফিসারদের সমানে।
সব প্রার্থী তাঁদের নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের নিয়ে ভোটগণনা কেন্দ্রে থাকতে পারবেন।
সবার আগে গোনা হবে পোস্টাল ব্যালট। এর পরে শুরু হবে ইভিএম-এর ভোট গোনা।
শেষে লোকসভা আসনের মধ্যে থেকে এলোপাথাড়ি বেছে নেওয়া পাঁচটি বুথের ভিভিপ্যাটের ভোট গোনা হবে এবং তার ফলাফল সংশ্লিষ্ট ইভিএমের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
গণনা চলাকালীন কোনও রকম সমস্যা হলে রিটার্নিং অফিসাররা জানাবেন নির্বাচন কমিশনকে।
পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে কমিশন। প্রয়োজনে ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণেরও নির্দেশ দিতে পারে কমিশন।
সে রকম কোনও কিছু না ঘটলে গণনার শেষে ফলাফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
এর পরে বিজয়ীকে জয়ের শংসাপত্রও তিনিই দেবেন।