বাংলার কোন জেলায় কত ধর্ষণ, কত অপহরণ! তালিকা-সহ রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলা প্রশ্নে বারবারই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সাম্প্রতিক সময়ে জঙ্গি সন্দেহে বাংলা থেকে গ্রেফতার হওয়া, বিস্ফোরক উদ্ধার — সব নিয়েই নবান্নের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। গতকালই ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় পুলিশ ও প্রশাসনের শীর্ষ সারির কর্তাদের তলব করেছেন ধনকড়। আর এবার রাজ্যকে সরাসরি আক্রমণ করলেন নারী নিরাপত্তার প্রশ্নে।

এদিন দুপুরে, অগস্ট মাস জুড়ে এ রাজ্যের কোন জেলায় কত মহিলা অপহৃত ও কত মহিলা ধর্ষিত, তার রীতিমতো একটি পরিসংখ্যান প্রকাশ করেন রাজ্যপাল। সেই তালিকা টুইট করে এদিন তিনি লেখেন, “সরকারি রিপোর্ট অনুযায়ী ২২৩টি ধর্ষণ এবে ৬৩৯টি অপহরণ হয়েছে অগস্ট মাসে। এটাই রাজ্যে নারীহিংসার ছবি। শৃঙ্খলা ফেরানোর সময় হয়েছে এবার।”

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসের নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ উত্তাল। যোগীরাজ্যের নারীনিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। বিজেপিশাসিত এ রাজ্য ক্ষোভের মুখে। হাথরাস-কাণ্ডের প্রতিবাদে এ রাজ্যেও বিভিন্ন দল একাধিক বিক্ষোভ মিছিল করেছে। ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই

প্রশ্ন উঠেছে, সেই আক্রমণের পাল্টা জবাব হিসেবেই কি এ রাজ্যের অবস্থানটা এমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন রাজ্যপাল? এমনিতেই এ রাজ্যের শাসকদলের বরাবরের অভিযোগ, রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মতো আচরণ করেন। রাজভবনের অবস্থানে কোনও নিরপেক্ষতা নেই, তা যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে। মনে করা হচ্ছে তেমনটাই আরও একবার প্রকট হল রাজ্যপালের এই টুইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.