আফগানিস্তান থেকে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ফিরছে বহু মানুষ। তবে এখনও পর্যন্ত কতজন রাজ্যে ফিরলেন তার কোনো তথ্য নেই নবান্নের কাছে। এমনকি এখনও পর্যন্ত বাংলার কতজন আটকে আছে আফগানিস্তানের তারও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
নবান্নের এক আধিকারিকের কথায়, “আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনার পুরো বিষয়টিই দেখছে বিদেশ মন্ত্রক। তবে এখনও পর্যন্ত কতজন রাজ্যে ফিরেছেন তা জানা নেই। দ্রুত সেই খবর জানার চেষ্টা করব।”
কেন সেই তথ্য নেই? আধিকারিক জানান, “অনেকেই কাবুল থেকে ফিরছেন। আবার কেউ কেউ ওখান থেকেই অন্য দেশে চলে যাচ্ছে। আবার যারা রাজ্যে ফিরছেন তারা অনেকেই স্থানীয় থানায় জানাচ্ছে না যে তারা ফিরছেন। তাই কতজন ফিরছেন তার সঠিক পরিসংখ্যান নেই।”
বাংলার তরফে কাবুলে আটকে থাকা ১২৭ জনের একটি তালিকা বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছে। সেই মতো তাদের ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। তবে এই ১২৭ জনের বাইরে আর কারোর আটকে থাকার খবর পাওয়া যায়নি।
নবান্নের এক আধিকারিকের কথায়, “আমরা যে ১২৭ জনের তালিকা পাঠিয়েছি তার বাইরে এখনও পর্যন্ত আর কারোর আটকে থাকার খবর আসেনি। যখনই নতুন কোনো খবর পাওয়া যাবে তখনই তা বিদেশ মন্ত্রককে জানানো হবে।”
তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই দেশে।কাবুল বিমানবন্দরে অবস্থা এখনও তথৈবচ। যখনই অন্যান্য কোনো দেশের বিমান এসে নামছে কাবুলে, তখনই আফগানদের হুড়োহুড়ি চোখে পড়ার মতো। একের পর এক মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের দেশে ফেরাতে ব্যস্ত।