উত্তর২৪পরগনার পর এবার নদীয়া| পরপর তিনদির ধরে রাজ্যের নানা জায়গায় বিজেপি কর্মী ও পদাধিকারীদের আক্রমণের ঘটনার খবর শোনা যাচ্ছে | বৃহস্পতিবার গভীর রাতে নদীয়ার কৃষ্ণনগরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে | এই দিন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পালের বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন আশুতোষ বাবু ।
বিজেপি কর্মকর্তা আশুতোষ বাবুর বাড়ি তেহট্ট থানার কানাই নগর এলাকায় । বিজেপির জেলা সভাপতি হওয়ার জন্য দলীয় কাজের সুবিধার্থে তিনি কৃষ্ণনগর চৌধুরীপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন বলে জানা যায় । বৃহস্পতিবার রাতে, আনুমানিক রাত বারোটা নাগাদ, কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হামলা চালায়| তার নাম ধরে বাইরে থেকে ডাকাডাকি করে তাকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি । তাঁকে সামনে না পেয়ে দুষ্কৃতীরা আরও আক্রোশে ফেটে পড়ে । দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টায় ব্যার্থ হলে তারা জানলার কাঁচ ভাঙে বলে জানান প্রত্যক্ষদর্শীরা |
সম্পূর্ণ ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ করেছেন আশুতোষ বাবু। যদিও আশুতোষ বাবুর দাবি অনুযায়ী ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, হামলার বিষয়টি বিজেপির দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ । তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পরে আশুতোষ বাবু কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।