দু’দিন আগে ভোটগ্রহণ
প্রক্রিয়া মিটে যাওয়ার পরেও উত্তপ্ত
কাঁকিনাড়া৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা৷ ছোঁড়া হয় ইটও৷ গুরুতর জখম ১৫ জন যাত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রেল পুলিশ আসেনি বলে যাত্রীদের অভিযোগ৷
এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ৷ বিভিন্ন জায়গায়
এখনও চলছে বোমাবাজি৷
এক দলীয় সমর্থককে পুলিশ গ্রেপ্তার করায় এদিন সকাল থেকেই কাঁকিনাড়া স্টেশনে অবরোধ করে বিজেপি৷ ফলে চূড়ান্ত সমস্যার মুখে। পড়েছেন যাত্রীরা৷ বিশেষ করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ায় স্কুলে মার্কশিট আনতে যেতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷
বিজেপির অভিযোগ, মঙ্গলবার সকালে সাইকেল চালিয়ে বাজারে
যাচ্ছিলেন তাঁদের ওই কর্মী৷ নির্বাচনের দিন
হওয়া গণ্ডগোলের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না৷ কিন্তু বিনা কারণে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সেই প্রতিবাদেই তাঁদের রেল
অবরোধ বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, সোমবারের মত মঙ্গল
বার সকাল থেকেই স্টেশনে নিত্য যাত্রীদের ভিড় জমতে শুরু করে৷ ট্রেন না পাওয়ায়
চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের৷ জানাগিয়েছে, এদিন সকালে রেল লাইনের উপর দুটি বোমা পড়ারও শব্দ পান স্টেশনে
দাঁড়িয়ে থাকা যাত্রীরা৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঁকিনাড়া স্টেশন
চত্বরে৷ এছাড়া গোটা এলাকা জুড়ে মুহূর্মুহূ বোমাবাজি
চলছে বলে সূত্রের খবর৷ পরিস্থিতি
সামাল দিতেই তিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে
গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷
ভাটপাড়া বিধানসভার উপ-
নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে
উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া৷ সংঘর্ষের জেরে কাঁকিনাড়ার পানপুর মোড় ও জগদ্দলের বাসুদেবপুর মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিজেপি সমর্থকরা। এছাড়া স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে চালতা রোড সংলগ্ন ঘোষপাড়া রোড ও
রেলপথ অবরোধ করেন। ঘটনাস্থলে ভাটপাড়া তদন্ত
কেন্দ্রের পুলিশ ও রেল পুলিশ উপস্থিত হয়। সকাল সাড়ে ন’টা নাগাদ পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধে
তুলে নেন।
অন্যদিকে উপ-নির্বাচনকে কেন্দ্র করে
শনিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া।তৃণমূল কংগ্রেসও বিজেপি,
দুই দলের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ।এলাকায় মোতায়েন হয়
ব়্যাফ। এদিকে, এই ঘটনার জেরে সোমবার সন্ধ্যেয় এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচন কমিশন৷