ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের সম্ভাবনা। আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Home Ministry) প্রতিনিধিদল আসছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় আন্তঃরাজ্য প্রতিনিধিদল গত সপ্তাহেই কাজ করে ফিরে গিয়েছে দিল্লিতে। তারপরেই রাজ্যের করুন পরিস্থিতির কথা মাথায় রেখেই আবার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই ঘটনার জেরে বেজায় ক্ষুব্ধ বাংলার শাসকদল তৃণমূল (TMC)। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও দশটি রাজ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের মন্ত্রালয়। গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে যাবে এই দলগুলি। এই প্রতিনিধি দল কবে কলকাতায় পা রাখবে সে বিষয়ে অবশ্য এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) একটি প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্রের খবর, এই প্রতিনিধি দলে থাকবেন স্বাস্থ্য মন্ত্রকের এক জন কর্তা। সঙ্গে কেন্দ্রীয় সরকারের একজন যুগ্ম সচিব পদ মর্যাদার একজন কর্তা নোডাল অফিসার থাকবেন। থাকবেন পাবলিক হেল্থ এক্সপার্ট এক প্রতিনিধি দল। এবারও রাজ্য সরকারকে জানিয়েই এই প্রতিনিধি দল আসবে পশ্চিমবঙ্গে, এমনটাই সূত্রের খবর। বর্তমানে কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে ঠেকেছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে অমিত শাহের (Amit Shah) চিঠির কথা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছিল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে বলা হচ্ছে, যে রাজ্যগুলিতে এই রাজ্যগুলিতে সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। বৃদ্ধির হারকে রুখে দিতে গেলে আর কী কী করা যেতে পারে, কীভাবে টেস্টিংয়ের সংখ্যা আরও বাড়ানো যায় সে বিষয়েই তারা রাজ্য সরকারগুলি পরামর্শ দেবে প্রতিনিধি দলটি। তাঁদের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের তরফে সাহায্যের বন্দোবস্ত বাড়ানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.