স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির জের : লকডাউন কঠোর করতে নির্দেশ নবান্নের

স্বরাষ্ট্র মন্ত্রকের এক চিঠিতেই নড়েচড়ে বসল নবান্ন (Nabanna)। পশ্চিমবঙ্গের বহু জায়গায় লকডাউন (Lockdown) কঠোর ভাবে মানা হচ্ছে না। এমন অভিযোগের উল্লেখ করে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে কড়া চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। ওই বিজ্ঞপ্তিতে বিপর্যয় মোকাবিলা আইনের (২০০৫) শর্ত লঙ্ঘণ করলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে উর্ধ্বতন সমস্ত কর্তাদের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে দাবি করা হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য না হলেও বেশ কিছু দোকানপাট খুলে দেওয়া হয়েছে। কলকাতার রাজাবাজার, ইকবালপুর, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরজ, গার্ডেনরিচ, নারকেলডাঙা, মানিকতলা এলাকায় শাক সবজি, মাছ, মাংসের বাজারে মানুষের ভিড় হচ্ছে। সেখানে কোনওরকমই সামাজিক দূরত্বের ন্যূনতম শর্ত মানা হচ্ছে না। বিশেষ করে নারকেলডাঙা এলাকায় যখন বেশ কয়েকজনের শরীরে কোভিড-১৯ (covid-19)সংক্রমণ ধরা পড়েছে, তার পরেও এরকম চলছে। সেই চিঠিটি পেয়েই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.