আমফানের ত্রাণবন্টনে দুর্নীতি নিয়ে এবার চাপে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আমফানের ত্রাণবন্টন নিয়ে কেন্দ্রীয় হিসাব পরীক্ষক সংস্থা CAG-এর তদন্তের নির্দেশ দিল। তিনমাসের মধ্যে গোটা বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি মাসের মে মাসে অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান রাজ্যের উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষতি করে। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা করেন।ফলে আমফানের জেরে যাদের ঘরবাড়ি বা সম্পত্তির ক্ষতি হয়েছিল তাঁরা ক্ষতিপূরণের জন্য আবেদন করেন।
কিন্তু ত্রাণবন্টন শুরু হতেই দুর্নীতি নিয়ে সরব হন বিরোধীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ ক্ষতিগ্রস্তরাও ত্রাণ না পেয়ে বিক্ষোভ আন্দোলনে নামে। অভিযোগ ওঠে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে শাসকদলের নেতা-নেত্রীদের আত্মীয় পরিজনদের নাম উঠেছিল তালিকায়। এই নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়। শুনানির পর এদিন হাইকোর্ট ক্যাগ (Comptroller and Auditor General of India) তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও এর আগে ত্রাণবন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী যাঁরা ক্ষতিগ্রস্ত হননি তাঁদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলন।
এদিন আদালত নির্দেশ দেয়, ত্রাণবণ্টনে দুর্নীতি হয়ে থাকলে কোন সরকারি আধিকারিকরা সেজন্য যারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি কারা কারা ত্রাণ পেয়েছেন তাঁদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। সমস্ত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পেয়েছেন কিনা সেটাও জানাতে হবে। যদিও ত্রাণবন্টনের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি কলাকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের অভিমত, আমফানে ত্রাণবন্টনে দুর্নীতি নিয়ে যথেষ্টই চাপে পড়ে গেল রাজ্য সরকার। CAG তদন্তেই উঠে আসবে প্রকৃত তথ্য।