গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে । সেই সূত্র ধরে রবিবার রাজ্যের দক্ষিণাংশে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। রবিবার , বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিমবর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, জানা গিয়েছে, মোট ৩ দিন পর্যন্ত স্থায়ী হবে এই নিম্নচাপ। রবিবার বিভিন্ন জেলার পাশাপাশি, সোমবার বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে খবর।
বাংলার বিভিন্ন জায়গায় আজ তাপমাত্রা খানিকটা নামতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফের করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বর্ষণের জন্য ভ্যাপসা গরম সেভাবে অনুভূত না হলেও আকাশ মেঘলা থাকায় ,অস্বস্তি থেকেই যাবে। মৎসজীবীদের উদ্দেশে বার্তা আবহাওয়া মাছ ধরার পক্ষে বা সমুদ্রে যায়ার পক্ষে প্রতিকূল। তাই মৎসজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এই নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে।