আগামী দু-দিন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ দফায় দফায় কলকাতা-সহ শহরতলি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মাঝে সূর্যি মামা উঁকি দিতে পারে।  

উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরপর এটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। তার জেরেই ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  আজ ও আগামীকাল শহর কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আজ ও কাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.