আগামী তিন দিনের মধ্যে সব স্বাস্থ্যকর্মীদেরই করেনাার টিকার প্রথম ডোজটি নিয়ে নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিলেন ২৫ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া বন্ধ হবে। সেই নির্দেশ অনুযায়ী এবার তৎপরতা এরাজ্যের স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য কর্মীদের করোনার টিকার প্রথম ডোজটি নিয়ে নিতে হবে।
করোনা মোকাবিলায় দেশে জরুরি ভিত্তিতে দুটি প্রতিষেধককে ছাড়প্তর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। পুণের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড ও হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি কোভ্যাক্সিনের প্রয়োগ চলছে দেশজুড়ে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী করোনার টিকাকরণের প্রথম পর্বে দেশের তিন কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকা দেওয়া চলছে চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্নীদের পাশাপাশি টিকাকরণ চলছে পুলিশ ও দেশের নিরাপত্তাবাহনীর সদস্যদের। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে চলছে এই টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই কেন্দ্রের নির্দেশ মেনে ভোটকর্মীদেরও টিকাকরণ শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। আগামী মার্চ থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশোর্ধ্ব নাগরিকদের টিকাকরণ। তাই আগামী তিনদিনের মধ্যেই স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের প্রথম ডোজটি সম্পূর্ণ করতে হবে।
ইতিমধ্যেই কর্মীদের টিকাকরণে গতি আনতে জোরদার তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য ভবন। সংশ্লিষ্ট টিকাকরণ কেন্দ্রগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন স্বাস্থ্য দফতেরর কর্তারা। তিন দিনের মধ্যেই যাতে রাজ্যের সব স্বাস্থ্যকর্মীরা করোনার টিকার প্রথম ডোজটি পেয়ে যান সেব্যাপারে সব ধরনের তৎপরতা নেওয়া হচ্ছে। দেশের অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি এরাজ্যে চলছে করেনাার টিকাকরণ অভিযান।
আপাতত দুটি টিকা দেওয়া হলেও শীঘ্রই করোনার আরও তিন থেকে চারটি টিকা চূড়ান্ত পর্বের ছাড়পত্র পেয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টিকাগুলি পরীক্ষার চূড়ান্ত পর্বে রয়েছে বলে জানা গিয়েছে। সব চেয়ে আনন্দের বিষয় হল, এই টিকাগুলিও দেশেই তৈরি হচ্ছে।
এদিকে, ভারত থেকে করোনার টিকা নিতে বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই আবেদন করেছে। অতিমারীর মোকাবিলায় বিশ্বের সব দেশকে সহায়তার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন প্রদানমন্ত্রী নরেন্দ্ মোদী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সাধ্যমতো সব দেশের পাশে দাঁড়াচ্ছে ভারত। অন্য দেশগুলিকেও করেনাার টিকা পাঠানোর তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।