উৎসবের মরশুমে দেশের একাধিক রাজ্যে ফের বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই সংক্রমণ বেড়ে চলায় হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মণিপুরে বিশেষ দল পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এই রাজ্যগুলি ছাড়াও করোনা চোখ রাঙাচ্ছে আরও কয়েকটি রাজ্যে। এবার সেই রাজ্যগুলির করোনা পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
দেশে করোনার ঊর্ধ্বগতি অব্যহত। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে। করোনার জেরে মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজার ১৬২। রাজধানী দিল্লিতেও মারাত্মক হারে ছড়াচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দিল্লিতে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে পড়ছে। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজারের বেশি।
দেশের সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৬৩ হাজারেরও বেশি। করোনা চোখ রাঙাচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ৬৪ হাজার ৯৮৯। সংক্রমণের ঊর্ধ্বগতি জারি কর্নাটকেও।
সেরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৭ হাজারের বেশি। মরুরাজ্যে রাজস্থানেও উদ্বেগ বাড়াচ্ছে ভয়াল ভাইরাস। রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৩৪ হাজার ৯০৭। পশ্চিমবঙ্গে বিপজ্জনক আকার নিয়েছে করোনা। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজারের বেশি।
ইতিমধ্যেই সংক্রমণপ্রবণ রাজ্যগুলির সঙ্গে যোগায়োগ বাড়িয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফে বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে রাজ্যগুলিতে। করোনার সার্বিক চিত্র পর্যালোচনার পাশাপাশি ভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বিশেষভাবে সাহায্য করবে কেন্দ্রীয় দল।