বাংলা জুড়ে ছেয়ে গেছে ‘খেলা হবে’ সংলাপ। সেটা রাজনীতির ময়দান হোক, চিত্রনাট্য হোক বা বিয়ের বাড়ি হোক, ‘খেলা হবে’ চারিদিকে শোনা যায় খেলা হবে সংলাপ। এই সংলাপকে কেন্দ্র করে এমনকি বইও রচিত হয়। এইবার সেই বইয়ের লেখককেই তলব করল সিবিআই।
জানা গেছে সেই বইয়ের লেখক হলেন সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেই বইয়ের বিষয়বস্তু ছিলেন অনুব্রত মণ্ডল। এদিকে, কিছুদিন আগে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। এই সূত্রে ধরেই তদন্ত এগানোর জন্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হল ‘খেলা হবে’ বইয়ের লেখক লেখক তথা সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
জানা গেছে, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় চলতি সপ্তাহে বৃহস্পতিবারে। তলবে সাড়া দিয়ে তিনি শান্তিনিকেতন পৌঁছান। বেশ কয়েকঘন্টা জেরার পরে তিনি বাইরে বেরোলে তাঁকে হেরস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “আজ আমায় তলব করা হয়। আমি তখন জানিয়ে দিয়েছিলাম, বিকেলের দিকে যাব। সেই মতো এসেছি। তৃণমূল নেতার খনিষ্ঠ হওয়ার কারণেই আমাকে তলব করা হয়েছে। তবে সম্পত্তির বিষয়ে কোন রকম প্রশ্ন করা হয়নি”।