হাথরাস মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তদন্তে নজর রাখবে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের তত্ত্বাবধানেই চলবে উত্তর প্রদেশের হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের মামলা। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। তদন্তের প্রতিটি বিষয়ের গতিপ্রকৃতি সম্পর্কে এলাহাবাদ হাইকোর্টকেই জানাবে সিবিআই।
উত্তর প্রদেশ থেকে দিল্লিতে হাথরাস মামলা স্থানান্তরের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, সিবিআই তদন্ত শেষের পরই মামলাটি স্থানান্তরিত হবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এলাবাবাদ হাইকোর্টকে মামলার প্রতিটি বিষয়ে নজর রাখতে, এমনকি নির্যাতিতার পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ৩-সদস্যের ডিভিশন বেঞ্চ।
2020-10-27