এবার রাজ্য নির্বাচন কনিশবারকেও তলব করলেন রাজ্যপাল। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। রাজ্যপাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন।
পুরভোটের দামামা বেজে গেছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুরভোটের প্রক্রিয়া শুরু করায় বিজেপি আপত্তি জানিয়েছে। তারই মাঝে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েগেছে। রাজ্যপালও ট্যুইট করে জানিয়েছেন,
পুরসভা নির্বাচন সংক্রান্ত তথ্য জানার জন্যই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন তিনি। তিনি যে সংবিধান মেনেই ডেকেছেন তা–ও জানিয়ে দিয়েছেন। সোমবার সকালে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, দেশের সংবিধান মেনেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজভবনে।
প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্যে পুরসভা নির্বাচন চাইছে রাজ্য সরকার। দু’দফায় পুরভোট চাইছে রাজ্য সরকার। পুরভোটের দামামা বাজতেই পুরভোটের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতারা। বিজেপি পুরভোট পিছিয়ে দেবার দাবি নিয়ে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, এপ্রিলে পুরভোট হলে বিজেপি সহ বিরোধী দলগুলি প্রচারের জন্য সময় পাবে না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থাকায় মাইক্রোফনে পুরভোটের প্রচার করা যাবে না। তাই বিজেপি পুরভোট পিছিয়ে দেবার দাবি তুলেছে। তারমধ্যেই রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনকে তলব করলেন। জগদীপ ধনকরের এই সক্রিয়তা তাৎপর্যপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।