জ্বর, কাশি হলে অফিসে আসতে হবে না সরকারি কর্মীদের। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন (Nabanna)। নির্দেশিকায় জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনের কর্মীরা বাড়িতেই থাকবেন। কর্মীরা অফিসে মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলেছে রাজ্য সরকারি অফিস। সব কর্মীকে সপ্তাহে অন্তত তিন দিন করে হাজির থাকতে বলা হয়েছে অফিসে।
কিন্তু দু’দিন অফিস চলার পরেই নতুন নির্দেশিকা রাজ্য সরকারের। এদিন কর্মীদের জন্য রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, কোনও কর্মীর যদি অল্প জ্বর, সর্দি, কাশি ইত্যাদি দেখা দেয় তবে তাঁকে অফিসে আসতে হবে না।যাঁরা পুরোপুরি সুস্থ, তাঁরাই শুধু অফিসে আসবে এক দিন অন্তর। যে সব কর্মীরা কনেটনমেন্ট জোনে থাকেন তাঁদের এখন অফিসে আসতে হবে না।
যতদিন না ওই এলাকাকে ‘সি’ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে ততদিন বাড়ি থেকে কাজ করা যাবে। এছাড়া, অফিসে সব সময়ে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। বারবার হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কেউ যদি মাস্ক না পরে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, মুখোমুখি বসে কোনও মিটিং বা আলোচনা করা যাবে না। ফোন, ইন্টারকম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারতে হবে।লিফটে একসঙ্গে তিনজনের বেশি ওঠানামা করা যাবে না। বলা হয়েছে, ১০ জনের বেশি একসঙ্গে এক জায়গায় থাকা যাবে না। বসার ব্যবস্থা এমন করতে হবে যাতে দু’জন কর্মীর মধ্যে কমপক্ষে দু’মিটারের দূরত্ব থাকে।
যদি ১০ কর্মীতেওই এই দূরত্ব রক্ষা করা না যায়, তবে কর্মী সংখ্যা আরও কমিয়ে দিতে হবে। তবে যে সব অফিসারের পদ ডেপুটি সেক্রেটারির উপরে এবং অফিসে আলাদা কেবিন, কিউবিক্যাল বা বসার ব্যবস্থা আছে তাদের প্রতিদিন অফিসে আসতে হবে। সাধারণ ভাবে নির্দিষ্ট সময় থেকে কাজ করতে হবে।